সফল ব্যবসায়ী ও পেশাদার নেতাদের কয়েকটি অবশ্য করণীয়।    ১) সাথীদের কাছ থেকে প্রতিদিন অসংখ্য আইডিয়া খুজুন।  আপনার প্রতিষ্ঠানের সাথীরা আপনার মূল্যবান সম্পদ। কারণ ওরা থাকে বাজার ও গ্রাহকের অতি কাছে। ওরা যা জানে আপনি তা জানেন না। ওরা অধিকাংশ সময় চুপ থাকে ভয়তে। ওদেরকে অভয় দিন, ওদের কাছে যান। মনোযোগ দিয়ে শুনুন, পছন্দ না হলেও প্রশংসা করুন। ওরা চিন্তা করবে, আরো ভেবে এমন সংবাদ বা আইডিয়া দেবে যা কিনা আপনার প্রতিষ্ঠানকে সুসংহত ও সফল করে তুলবে।  আপনার সহকর্মীরা আপনার প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর। ২) "না" শব্দটা সফল নেতৃত্বের সাথে মানায় না। নেতা কোনোদিন না খুঁজবে না। খুঁজবে যে কোনো অবস্থায় হ্যা...